কুকুটিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল । এ ইউনিয়নের যেকোন গ্রামে যাতায়াতের জন্য পাকা ও উচু কাঁচা রাস্তা রয়েছে । তবে বর্ষার মৌসুমে অধিকাংশ গ্রামে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় । ইউনিয়ন পরিষদ থেকে জেলা ও উপজেলা পরিষদে রিক্সা, বেবী, সিএনজি ও অন্যান্য যানবাহনে যাতায়াত করা যায়।
ঢাকা হতে কুকুটিয়া ইউনিয়নে বাস যোগে –( ভাড়া 6০ + ২০ টাকা)
গাড়ী ছাড়ার স্থান | বাসের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় |
|
গুলিস্তান বাস স্ট্যান্ড | ইলিশ, বি আর টি সি, আনন্দ, গুনগুন, প্রচেষ্টা ইত্যাদি। | সকাল ৬.০০ থেকে রাত ৮.০০ পর্যন্ত | ঢাকা থেকে কুকুটিয়া পৌছাতে আনুমানিক সময় ১ ঘন্টা লাগে। |
|
বি.দ্র: বেজগাঁ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে স্কুটারে চরে কুকুটিয়া বাজারে নামতে হয় (ভাড়া ২০ টাকা। |
উপজেলা ও জেলা পরিষদ থেকে কুকুটিয়া ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-
উপজেলা ও জেলা পরিষদ থেকে কুকুটিয়া ইউনিয়নে আসার জন্য কোন বাস চলাচল ব্যবস্থানেই । তাই যাতায়াতের জন্য রিক্সা, বেবী,সিএনজি চালিত গাড়ী ইত্যাদি ব্যবহার করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস